বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?

A বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

B রবীন্দ্রনাথ ঠাকুর

C প্যারীচাঁদ মিত্র

D ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Solution

Correct Answer: Option D

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।
- তিনি ১৮২০ সালের ২৬শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
- বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ রোধ এবং নারীশিক্ষার প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য।
- তিনি ১৮৯১ সালের ২৯শে জুলাই মৃত্যুবরণ করেন।
- বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
- তিনি ১৮৪৭ সালে 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থের মাধ্যমে বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন ।
- ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা গদ্যে কিছুটা ছন্দ আনলেও সে গদ্য দূরীন্বয়ী দোষ থেকে গেছে ।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্য ও শিল্পগুণান্বিত করে তোলেন ।
- বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন ।
- রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলাগদ্যের 'প্রথম শিপ্লী' হিসেবে অভিহিত করেছেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions