আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?

A সংকর সংকীর্তন

B পদ্মা মেঘনা যমুনা

C ভাওয়াল গড়ের উপাখ্যান

D চৌরসন্ধি 

Solution

Correct Answer: Option D

• আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস নয় - চৌরসন্ধি। 

• আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস: 
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা এবং
- সংকর সংকীর্তন।

• আবু জাফর শামসুদ্দীন একজন  সাংবাদিক, সাহিত্যিক।
- ১৯১১ সালের ১২ মার্চ  ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে তাঁর জন্ম।

তাঁর উল্লেখযোগ্য রচনা হলো:
• উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা,
- সংকর সংকীর্তন,
- দেয়াল,
- পরিত্যক্ত স্বামী।

• গল্পগ্রন্থ:
- জীবন,
- রাজেন ঠাকুরের তীর্থযাত্রা,
- ল্যাংড়ী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions