Which of the following is considered the first English Epic poem?
Solution
Correct Answer: Option B
- 'Beowulf' হলো প্রাচীন ইংরেজি ভাষায় রচিত একটি মহাকাব্য।
- এটি ইংরেজি সাহিত্যের সবচেয়ে পুরোনো এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়।
- এর রচনাকাল ৭০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দের মধ্যে বলে অনুমান করা হয়, যা এটিকে ইংরেজি ভাষার প্রথম মহাকাব্যের মর্যাদা দিয়েছে।
- অন্যান্য বিকল্পগুলো (The Canterbury Tales, The Faerie Queene, Paradise Lost) অনেক পরে রচিত হয়েছিল।