Solution
Correct Answer: Option D
- লোহা ও তুলা দুটি সমান ভারী।
- চিরায়ত বলবিদ্যা বা নিউটনীয় বলবিদ্যা অনুসারে, ভৌত জগতের তিনটি মৌলিক রাশি হলো- ভর, স্থান, কাল।
- এই রাশিগুলোর মান সর্বজনীন।
- অর্থাৎ এগুলো পদার্থের উপাদান বা অন্য কোন ফ্যাক্টর এর উপর নির্ভর করে না।
- আর তাই মহাবিশ্বে যেকোন স্থানে যে কোন উপাদানে গঠিত ১ কেজি ভরের দুটি বস্তু সমান ভারী হবে।