Solution
Correct Answer: Option B
- গর্ভকালীন বিপদ চিহ্ন ৫টি।
- এগুলো হলো- রক্তস্রাব, খিচুনি, মাথা ব্যথা ও ঝাপসা দেখা, ভীষণ জ্বর ও বিলম্বিত প্রসাব।
অন্যদিকে,
মাথা ঘোরা, অতিরিক্ত বমি, শরীরে পানি আসা গর্ভের শিশুর নড়াচড়া ও শ্বাস নিতে সমস্যা হচ্ছে সাধারণ গর্ভকালীন চিহ্ন।