ΔABC এ ∠A = 40°, ∠B = 70° হলে ΔABC কি ধরণের ত্রিভুজ?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 40°, ∠B = 70°
∴ অপর কোণটি = 180° - (40° + 70°)
= 180° - 110°
= 70°
এখানে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান।
তাই, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।