'ডাকার্ণব' কোন ভাষায় রচিত?

A পালি

B অপভ্রংশ

C ব্রাহ্মী

D সান্ধা

Solution

Correct Answer: Option B

- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাচর্যবিনিশ্চয়', 'ডাকার্ণব', 'সরহপাদের দোহা' ও 'কৃষ্ণপাদের দোহা' নামে ৪টি গ্রন্থ আবিষ্কার করেন।
- এর মধ্যে 'চর্যাপদ' বাংলা ভাষায় এবং অপর তিনটি অপভ্রংশ ভাষায় রচিত

- সাধুভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দই অপভ্রংশ।
- বৈয়াকরণ পতঞ্জলির মতে, 'বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃত ভাবই অপভ্রংশ'।

- ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এ অপভ্রংশের বিস্তারকাল ধরা হয়।
- এ সময়কালেই 'ডাকার্ণব' অপভ্রংশ ভাষায় রচিত হয়েছিল।
- পরবর্তীতে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় ১৯১৬ সালে কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে 'চর্যাচর্যবিনিশ্চয়', 'ডাকার্ণব', 'সরহপাদের দোহা' ও 'কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে প্রকাশিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions