গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি (অক্ষাংশ হিসেবে) ?
A ৪০° দক্ষিন থেকে ৪৭°
B ৪০° উত্তর থেকে ৪৭°
C ৪৮° দক্ষিন থেকে ৫০°
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
- কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলে।
- উত্তর গোলার্ধে এটি দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
- পৃথিবীর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে পশ্চিমা বায়ু প্রবলবেগে এ অঞ্চলে প্রবাহিত হয়।
- এই বায়ুপ্রবাহকে প্রবল পশ্চিমা বায়ু (Brave west winds) বলে।
- ৪০০ - ৪৭০ দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ু সমুদ্রের উপর দিয়ে বাধাহীন গর্জন করতে করতে প্রবাহিত হয়।
- এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশ (Roaring forties) বলে।