জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
A অ্যানেগরেট ক্রাম্প
B লিনা হেডরিচ
C অ্যাঞ্জেলা মারকেল
D পেট্টা কেলি
Solution
Correct Answer: Option C
- অ্যাঞ্জেলা মারকেল হলেন জার্মানির প্রথম নারী চ্যান্সেলর।
- তিনি ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
- তিনি জার্মানির অন্যতম প্রভাবশালী এবং দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী সরকার প্রধানদের একজন।