দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর ৭ হলে সংখ্যা দুইটির গুণফল কত?
Solution
Correct Answer: Option B
ধরি,
একটি সংখ্যা x
অপর সংখ্যাটি y
প্রশ্নমতে,
x + y = 47 ......(i)
x - y = 7 ....... (ii)
(i) ও (ii) যোগ করে পাই,
2x = 54
⇒ x = 54/2
∴ x = 27
x এর মান (i) এ বসিয়ে পাই,
27 + y = 47
⇒ y = 47 - 27
∴ y = 20
∴ সংখ্যা দুটইর একটি 27 অপরটি 20
সংখ্যা দুইটির গুণফল = 27 × 20 = 540