পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?
A ৪৫ হার্জ
B ৫০ হার্জ
C ৫৫ হার্জ
D ৬০ হার্জ
Solution
Correct Answer: Option B
- যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current) বলে।
- আমাদেরে দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে।
- অর্থাৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।