কাকে ইনকা সম্রাট হিসেবে বিবেচনা করা হয়?

A রোমিউলাস

B দারিয়ুস

C মানকো কাপেন

D আলেকজান্দ্রা

Solution

Correct Answer: Option C

- ইনকা সভ্যতার সূচনা হয় দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার দক্ষিণে কুজকো অঞ্চলে।
- চৌদ্দ শতকের শেষ দিকে এখান থেকে ইনকা সাম্রাজের বিস্তার শুরু হয়।
- এ সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন।
- মানকো কাপেন, যিনি মানকো ক্যাপাক নামেও পরিচিত, ছিলেন ইনকা সভ্যতার প্রতিষ্ঠাতা।
- তাকে ইনকাদের প্রথম সাপা ইনকা (সম্রাট) হিসেবে বিবেচনা করা হয়।
- ইনকা সভ্যতার বিলুপ্তি ঘটে ষোড়শ শতাব্দিতে।
- মাচুপিচুতে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions