Solution
Correct Answer: Option A
-১৯৬৮ সালে সালের নভেম্বর মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে উঠে এক দুর্বার আন্দোলন যা উনসত্তের গণঅভ্যুত্থান হিসেবে পরিচিত।
-১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্রসমাজের ১১ দফা কর্মসুচিতে ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান (আসাদ) পুলিশের গুলিতে নিহত হন।
-এরপর ২১, ২২, ২৩ জানুয়ারি শোক পালনের মধ্যে দিয়ে ঢাকায় সর্বস্তরের মুক্তিপাগল জনগ্ণনের অংশগ্রহণের মাধ্যেমে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়।
-এর পর থেকে ২৪ জানুয়ারি প্রতি বছর গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়।
-আইয়ুব খান বিরোধী এ আন্দোলনে নিহত হওয়ায় তৎকালীন আইয়ুব গেট এর নাম পরিবর্তন করে শহিদ আসাদের নামে করা হয় আসাদ গেট।