সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?
A নির্দিষ্ট এলাকাভিত্তিক স্যাম্পলিং
B হরিণের সংখ্যার ভিত্তিতে
C পাগমার্ক
D বন প্রহরীদের তথ্যের ভিত্তিতে
Solution
Correct Answer: Option C
-সুন্দরবনের বাঘ গণনায় বহুল ব্যবহৃত পদ্ধতি হলো পাগ-মার্ক।
-এ পদ্ধতিতে বাঘের পায়ের ছাপ গণনা করে বাঘের জরিপ করা হয়।
-তবে বর্তমানে পাগ-মার্কের পরিবর্তে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি ব্যবহার করা হয়। সর্বশেষ (২০২১) সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি জরিপ অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১১৪টি।