জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?

A ৬টি

B ৯টি

C ৫টি

D ৮টি

Solution

Correct Answer: Option A

- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, দেশে দেশে বন্ধুত্বের বাতায়ন তৈরি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১ আর বর্তমানে পূর্ণ সদস্য দেশ ১৯৩।
- ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- দক্ষিণ সুদান হল  সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়।
- জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।

জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি।
   ১. জাতিসংঘের সাধারন পরিষদ (UNGA),
   ২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC),
   ৩. অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC),
   ৪. আন্তর্জাতিক আদালত (ICJ),
   ৫. অছি পরিষদ (Trusteeship Council) ও
   ৬. সেক্রেটারিয়েট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions