একজন লোক ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আর করে । তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে ?

A ১/৬ অংশ

B ৩/১৪ অংশ

C ২/১১ অংশ

D ২/১৩ অংশ

Solution

Correct Answer: Option D

ধরি, অন্যান্য মাসে আয় করে = ক টাকা
ডিসেম্বর মাসে আয় করে = ২ক টাকা

সুতরাং, সারা বছরে আয় করে = ১১ মাসের ১১ক + ডিসেম্বর মাসের ২ক
                                    = ১৩ক টাকা

ডিসেম্বর মাসের আয় সারা বছরের আয়ের = ২ক/১৩ক অংশ
                                                  = ২/১৩ অংশ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions