‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’- গানটির রচিয়তা কে?

A আব্দুল গাফ্ফার চৌধুরী

B শওকত আলী

C কায়কোবাদ

D ফররুখ আহমদ

Solution

Correct Answer: Option A

- সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। 
- প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। 
- তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
- ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন।
- বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions