আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?
A অন্য ঘরে অন্য স্বর
B দোজখের ওম
C চিলেকোঠার সেপাই
D আলালের ঘরের দুলাল
Solution
Correct Answer: Option C
-আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস 'চিলেকোঠার সেপাই' (১৯৮৭) ।
-'খোয়াবনামা' (১৯৯৬) তার রচিত দ্বিতীয় ও শেষ উপন্যাস ।
-'অন্য ঘরে অন্য স্বর' ও 'দোজখের ওম' গ্রন্থ দুটি তার রচিত ছোট গল্প গ্রন্থ ।