মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

A আব্দুল্লাহ আহমদ বাদাবি

B মাহাথির বিন মহাম্মদ

C টুংকো আব্দুর রহমান পুত্র আল হাজ

D টুন আব্দুল রাজ্জাক আল হোসেন

Solution

Correct Answer: Option C

• মালয়েশিয়ার স্বাধীনতার জনক, প্রথম রাজা, প্রথম প্রধানমন্ত্রী ও ওআইসি'র প্রথম মহাসচিব টেংকু আবদুল রহমান পুত্রা আল হাজ ।
• আধুনিক মালয়েশিয়ার স্থপতি, চতুর্থ প্রধানমন্ত্রী (১৯৮১-২০০৩), বর্তমান ও সপ্তম প্রধানমন্ত্রী ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ ।
• তার পূর্ব পুরুষদের দেশ বাংলাদেশের চট্টগ্রাম ।
• মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান (PH) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions