'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
A ১৯১৯
B ১৯৪৭
C ১৯২৬
D ১৯৩৫
Solution
Correct Answer: Option C
'ঢাকার মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে । এ প্রতিষ্ঠান মুক্তবুদ্ধি চর্চাকে আদর্শ হিসেবে গ্রহন করে । এর সভ্যরা ' বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলে । মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল 'শিখা' (১৯২৭-১৯৩১) পত্রিকা ।