ঐতিহাসিক 'ছয়দফা' আনুষ্ঠানিক ভাবে কোথায় ঘোষনা করা হয়?
A লাহোর
B রাওয়ালপিন্ডি
C ঢাকা
D করাচি
Solution
Correct Answer: Option A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্থানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের 'বিষয় নির্বাচনী' কমিটিতে বাঙালী জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন ।