নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি?
A কল্যাণীয়েষু
B সুচরিতেষু
C শ্রদ্ধাস্পদাসু
D প্রীতিভাজনেষু
Solution
Correct Answer: Option C
নারীকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয় শ্রদ্ধাস্পদাসু । অন্যদিকে কল্যাণীয়েষু ও প্রীতিভাজনেষু ব্যবহৃত হয় যথাক্রমে বয়ঃকনিষ্ঠ ছেলে ও বন্ধুকে (পুরুষ ) সম্বোধনের ক্ষেত্রে । শ্রদ্ধাভাজনকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয় সুচরিতেষু ।