ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A ইংল্যান্ড
B ফ্রান্স
C স্কটল্যান্ড
D জার্মানি
Solution
Correct Answer: Option B
ইন্টারপোল একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা । এটির নামকরন করা হয়েছে International- এর Inter এবং Police- এর Pol নিয়ে । ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে । Interpol- এর পূর্ণরুপ International Criminal Police Organization । এর সদর দপ্তর অবস্থিত লিও ( ফ্রান্স ) ।