কার বিরুদ্ধে মার্টিন লুথার রিফরমেশন আন্দোলনের সূচনা করেন?

A ম্যাকিয়াভেলি

B রাজা জেমস ক্যাথোলিক

C পোপ ফ্রান্সিস

D কার্ল মার্কস

Solution

Correct Answer: Option C

• রিফরমেশন অর্থ পুনর্গঠন।
• এটি হলো খ্রিস্টান ধর্মের সংস্কার আন্দোলন।
• এর অন্য নাম প্রোটেস্টান্ট সংস্কার আন্দোলন।
• রেনেসাঁ যুগে খ্রিস্টান ধর্ম ২টি ভাগে বিভক্ত হয়ে পরে।
যেমনঃ
১. ধর্মগুরু পোপের অনুসারী 
২. পোপের বিরুদ্ধে এই রিফরমেশন আন্দোলনের সূচনা করেন জার্মানির ধর্ম সংস্কারক মার্টিন লুথার। 

• সমাপ্তিঃ ৩০ বছরের যুদ্ধ শেষে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions