প্রশ্নে বলা হচ্ছে, একটি আয়তাকৃতির জমির তিনদিকে বেড়া দেয়া আছে। জমিটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ । জমিটির ক্ষেত্রফল 432 বর্গফুট হলে মোট বেড়ার দৈর্ঘ্য কত?
ধরি, আয়তাকার জমির প্রস্থ = x
আয়তাকার জমির দৈর্ঘ্য = 3x
প্রশ্নমতে,
3x × x = 432
⇒ 3x² = 432
⇒ x² = 144
⇒ x² = 122
⇒ x = 12
মোট বেড়ার দৈর্ঘ্য = (x + 3x + x) ফুট
= 5x ফুট
= 5 × 12 ফুট
= 60 ফুট