What is the area in square feet of the triangle whose sides have lengths equal to 10, 6 and 8 feet respectively?
Solution
Correct Answer: Option B
প্রশ্নে বলা হচ্ছে, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 10 ফুট, 6 ফুট এবং ৪ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
এখানে 6 ফুট, ৪ ফুট এবং 10 ফুট বাহুবিশিষ্ট ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ।
কারণ, 6² + 8² = 10²
অতএব, এখানে 10 ফুট হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ ।
উক্ত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল,
= (1/2) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
= (1/2)× 6 × 8 = 24 বর্গফুট ।