Where in 'Bangabandhu 'National Special Economic Zone - NSEZ' located?
Solution
Correct Answer: Option B
- মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজীতে প্রায় ৩১ হাজার একর আয়তনে গড়ে উঠছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড (National Special Economic Zone - NSEZ)।
- প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড (National Special Economic Zone - NSEZ) প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী পরিবেশ সৃষ্টি হলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।