On which date the national Energy security was observed across the country?

A 8th August

B 10th November

C 10th December

D 9th August

E None of these

Solution

Correct Answer: Option D

- ১৯৭৫ সালের ৯ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার বহুজাতিক তেল খননকারী কোম্পানি শেল অয়েল কোম্পানির কাছ থেকে খুব কম অর্থ দিয়ে পাঁচটি গ্যাসক্ষেত্র ক্রয় করেন।
- বাখরাবাদ, তিতাস, রশিদপুর, কৈলাশটিলা ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র রাষ্ট্রীয় মালিকানাধীন করার জন্য মাত্র 4.5 মিলিয়ন পাউন্ড স্টার্লিং (সে সময়ের 17-18 কোটি টাকা) প্রদান করা হয়েছিল।
- পৃথিবীর ইতিহাসে এত সস্তায় এত বিপুল পরিমাণ গ্যাস কেনার উদাহরণ আর নেই। 
- দেশের জন্মলগ্নে বঙ্গবন্ধু যা কল্পনা করেছিলেন তা এখন জ্বালানি নিরাপত্তার জন্য একটি মাইলফলক।
- সেজন্য প্রতিবছর ৯ আগস্ট ''জাতীয় শক্তি নিরাপত্তা দিবস'' হিসেবে পালন করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions