'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে?
Solution
Correct Answer: Option C
- অর্থবোধক কিছু শব্দ বা পদ মিলে একটি বাক্য তৈরি হয় তবে অর্থ প্রকাশের গুণ থাকতে হবে।
- এজন্য একটি স্বার্থক বাক্যের নিম্নলিখিত তিনটি গুণ থাকে।
যথাঃ
১. আকাঙ্খা, ২. আসত্তি, ৩. যোগ্যতা ।
- বাক্যের ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নামই যোগ্যতা।
- যেমনঃ গরু আকাশে ওড়ে, বনে ক্রন্দন ইত্যাদি।
- উল্লেখ্য যে, কোন বাক্যে যদি উপমার ভুল থাকে তবে উক্ত বাক্যে যোগ্যতার অভাব থাকে ।