which of the following private commercial banks has been converted into Shariah-based Islami banks?

A Standard Bank

B National Bank

C NCC Bank

D Trust Bank

E None

Solution

Correct Answer: Option A

- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক জানুয়ারী 1, 2021 থেকে কার্যকর একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়েছে, যা সম্পূর্ণরূপে শরিয়াহ ভিত্তিতে পরিচালিত হবে।
- এর আগে, 29 ডিসেম্বর, 2020 তারিখে, স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইসলামী শরিয়াহ অনুযায়ী কার্যক্রম পরিচালনার অনুমতি পায়।
- এর মাধ্যমে ব্যাংকটি তার গ্রাহকদের শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 
- উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংককে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর ও এনআরবি গ্লোবাল ব্যাংকের এনআরবি শব্দ বাদ দিয়ে 'গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড' করার প্রস্তাব করা হয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions