Which of the following countries elected a woman 'Prime Minister' for the first time?
A Ghana
B Ethiopia
C Serbia
D Estonia
E None
Solution
Correct Answer: Option D
- এস্তোনিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন কাজা কালাসএস্তোনিয়া।
- এস্তোনিয়ার পূর্ববর্তী সরকার দুর্নীতির দায়ে পদত্যাগ করে।
- অর্থনৈতিকভাবে উদারপন্থি দল রিফর্ম পার্টির প্রধান কাজা কালাস বামঘেঁষা সেন্টার পার্টির সঙ্গে নতুন সরকার গঠনে জোট গঠন করেছেন।
- ৪৩ বছর বয়সী কাজাস একজন আইনজীবী ও ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতা হিসাবে কাজ করেছেন।
- ইইউ পার্লামেন্টের আইনপ্রণেতা থাকাকালে তিনি জ্বালানি ও ডিজিটাল নীতি নিয়ে কাজ করেছেন।
- ২০১৮ সালে প্রথম নারী হিসেবে রিফর্ম পার্টির প্রধানের দায়িত্ব নেন কাজা কালাস।
- তিনিই দেশটির বর্তমান প্রধান মন্ত্রী।