Which international organization will award "Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize in the field of or creative economy" from 2021?
A UNICEF
B UNESCO
C UNEP
D UNHCR
E None
Solution
Correct Answer: Option B
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইউনেস্কোর পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়।
- ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠেয় ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রথমবারের মতো পুরষ্কারটি দেওয়া হয়।
- এই পুরস্কারের নাম "ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার"।
- এটি সৃজনশীল অর্থনীতিতে যুব সমাজের উন্নয়নে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে প্রদান করা হয়।
- সংস্থাটি এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি' শীর্ষক পুরস্কারটি প্রবর্তন করার উদ্যোগটি খুবই সম্মানের।