Which international organization will award "Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize in the field of or creative economy" from 2021?

A UNICEF

B UNESCO

C UNEP

D UNHCR

E None

Solution

Correct Answer: Option B

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইউনেস্কোর পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়।
- ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠেয় ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রথমবারের মতো পুরষ্কারটি দেওয়া হয়।
- এই পুরস্কারের নাম "ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার"।
- এটি সৃজনশীল অর্থনীতিতে যুব সমাজের উন্নয়নে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে প্রদান করা হয়।
- সংস্থাটি এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি' শীর্ষক পুরস্কারটি প্রবর্তন করার উদ্যোগটি খুবই সম্মানের।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions