নিচের কোনটি সৈয়দ শামসুল হকের রচনা ?

A নিষিদ্ধ লোবান

B বিধ্বস্ত নীলিমা

C খোয়াবনামা

D আরেক ফাল্গুন

Solution

Correct Answer: Option A

সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। এই প্রবন্ধ প্রথ খন্ড প্রকাশিত হয় ১৯৯১ সালে, দ্বিতীয় খন্ড ১৯৯৫ সালে। 
• তাঁর রচিত কাব্যনাট্যঃ
- পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধভিত্তিক),
- নুরুলদীনের সারাজীবন,
- গণনায়ক,
- এখানে এখন ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাসঃ
- নিষিদ্ধ লোবান (মুক্তিযুদ্ধভিত্তিক),
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- সীমানা ছাড়িয়ে,
- তুমি সেই তরবারী,
- নীল দংশন (মুক্তিযুদ্ধভিত্তিক),
- দ্বিতীয় দিনের কাহিনী,
- স্তব্ধতার অনুবাদ,
- ত্রাহী,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- দেয়ালের দেশ
- আয়না বিবির পালা,
- খেলারাম খেলে যা,
- মৃগয়ার কালখেপ ইত্যাদি।

• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- পরানের গহীন ভিতর,
- ধ্বংসস্তূপে কবি ও নগর,
- বিরতিহীন উৎসব,
- বৈশাখে রচিত পঙক্তিমালা,
- একদা এক রাজ্যে ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions