শওকত ওসমানের লেখা উপন্যাস কোনটি ?

A নেকড়ে অরণ্য

B জন্ম যদি হয় বঙ্গে

C ক্রীতদাসের হাসি

D অপরাজিত

Solution

Correct Answer: Option A

- নেকড়ে অরণ্য (১৯৭৩) শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস ।
- উল্লেখ্য, ‘ক্রীতদাসের হাসি' শওকত ওসমান (১৯৬২) রচিত প্রতীকধর্মী উপন্যাস আর এ উপন্যাসটি মূলত আরব্য রজনী “আলিফ লায়লা ওয়া লায়লা” এর শেষ গল্প "জাহাকুল আবদ” এর অনুবাদ।
- উল্লেখ্য, 'জনা যদি তব বঙ্গে' (১৯৭৫) শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প।
- 'অপরাজিতা' (১৯৩১) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions