"কাজটা ভালো দেখায় না" এটি কোন বাচ্যের উদাহরণ?
Solution
Correct Answer: Option A
- "কাজটা ভালো দেখায় না" এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ।
- উল্লেখ্য, কর্তাকে বিন্দুমাত্র প্রাধান্য না দিয়ে ছদি শুধু কর্মকেই প্রাধান্য দেয়া হয় তবে তাই হবে কর্মকর্তৃবাচ্য।
- অর্থাৎ বিষয়টি এমন হবে যে, কে কর্তা তা আমরা ভুল করেও মনে করি না। কেবল তার তৈরিকৃত জিনিসটির বা কাজটির বা সৃষ্টিটির বা কর্মটির কথাই আমাদের মনে আসে।
- যেমনঃ "কাজটা ভালো দেখায় না" কে কাজটি করে সেই কর্তাকে গুরুত্ব না দিয়ে আমরা কাজটির উপরই গুরুত্ব দেই।