আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম?
Solution
Correct Answer: Option B
• প্রকল্পের নাম : মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট।
• বাস্তবায়নকারী সংস্থা : বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (BIFPCL)।
• দ্বিতীয় ইউনিট উদ্বোধন : ১ নভেম্বর ২০২৩।
• ধরণ : কয়লা চালিত।
• অবস্থান : রামপাল, বাগেরহাট।
• যে নদীর তীরে অবস্থান : পশুর নদী।
• উৎপাদন ক্ষমতা : ১,৩২০ (২ × ৬৬০) মেগাওয়াট।
• অর্থায়নে : বাংলাদেশ ও ভারত।
• নির্মাতা প্রতিষ্ঠান : ভারত হেভি ইলেট্রিক্যালস লিমিটেড (BHEL)।
• ভিত্তিপ্রস্তর স্থাপন : ৫ অক্টোবর ২০১৩।
• আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে বিশ্বে বাংলাদেশ ১৩তম।
• আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে এশিয়ায় ৭ম।