সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে?
A রাঙ্গাবালী
B মহেশখালী
C সন্দ্বীপ
D উড়ির চর
Solution
Correct Answer: Option A
- রাঙ্গাবালী দ্বীপ পটুয়াখালী জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের পাদদেশে জেগে ওঠা একটি দ্বীপ।
- রাঙ্গাবালী দ্বীপ সর্বশেষ উপজেলা হিসেবে ১২ সেপ্টেম্বর, ২০২১ সালে বিদ্যুৎ সুবিধার আওতায় আসে ।