জাতির জনক বঙ্গবুন্ধু শেখ মুজিবুর রহমানের স্মুতিবিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে?

A ২৩

B ২২

C ২১

D ২৪

Solution

Correct Answer: Option D

কলকাতার ৮নং স্মীথ লেনের ঐতিহাসিক বেকার হোস্টেলের তিন তলার ২৪নং কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ্মানের স্মৃতিবিজড়িত এ কক্ষে রয়েছে- তার পড়ার চেয়ার-টেবিল, কাঠের আলমারি, খাট প্রভৃতি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions