কোনটি 'অর্থবাচকতা' নেই কিন্তু 'অর্থদ্যোতকতা' আছে?

A উপসর্গ

B সন্ধি

C সমাস

D কারক

Solution

Correct Answer: Option A

যেসব অব্যয়সূচক শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শন্দ গঠন করে বাক্যের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে । উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions