বৈরাগ্য সাধনে ____ সে আমার নয়” শূন্যস্থান পূরণ করুন।
Solution
Correct Answer: Option A
রবীন্দ্রনাথ ঠাকুর এর বিখ্যাত কিছু উক্তিঃ
- ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা।' (সোনার তরী)
- যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে।”
- ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' (সমাপ্তি)
- ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির।’
- ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা।' (বলাকা)
- “বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়।’
- ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।'
- গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।' (শেষের কবিতার লাবণ্যর উক্তি)
- “কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’। (কাবুলিওয়ালা)
- ‘আমি এ কথা, এ ব্যথা, সুখ-ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি।' -রবীন্দ্রনাথে এ গানে ‘নিছনি’পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।
- ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ (জীবিত ও মৃত)
- ‘ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী' (শেষের কবিতা)
- কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও? (শেষের কবিতা)