বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?

A আলালের ঘরের দুলাল

B দুর্গেশনন্দিনী

C বিষাদ সিন্ধু

D বাঁধন হারা

Solution

Correct Answer: Option B

- প্রথম উপন্যাস - আলালের ঘরের দুলাল,
- প্রথম স্বার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী,
- প্রথম রোমান্টিক উপন্যাস- কপালকুন্ডলা,
- প্রথম ব্যঙ্গ উপন্যাস - কল্পতরু(ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)।

- দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস।
- ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions