CNG (সিএনজি) দ্বারা কী বোঝায়?

A    রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস

B    অপরিশোধিত পেট্রেলিয়াম

C    একধরনের শিশী

D    অতি প্রাকৃত গ্যাস

Solution

Correct Answer: Option A

CNG বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস (Compressed Natural Gas) জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ। গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করে তা গ্যাস-ট্যাংকে জমা করা হয়। সাধারণ ব্যবহার্য প্রাকৃতিক গ্যাসকে প্রচন্ড চাপে (৩০০০+ পি এস আই) তরলিকৃত করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions