‘ফুড কনফারেন্স’ এর রচয়িতা কে?
A মীর মোশাররফ হোসেন
B কাজী নজরুল ইসলাম
C ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ
D আবুল মনসুর আহমেদ
Solution
Correct Answer: Option D
- আবুল মনসুর আহমদ রচিত গল্পগ্রন্থ ‘ফুড কনফারেন্স' (১৯৪৪)।
- ১৩৫০ সালের দুর্ভিক্ষের করুণ চিত্র এতে প্রতিফলিত হয়েছে।
- তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ: ‘আয়না’ (১৯৩৫) ও ‘আসমানী পর্দা’ (১৯৬৪)।