কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
A C++
B ADA
C FORTRAN
D PASCAL
Solution
Correct Answer: Option C
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হল FORTRAN .FORTRAN পূর্ণরূপ হল Formula Translation .Fortran প্রথম উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা । জন বাকাস ও অন্যরা IBM এ কর্মরত অবস্থায় ১৯৫০ এর দশকের মাঝামাঝিতে এটি তৈরি করেন ।