মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
A ওডিসি
B হায়ারোগ্লিফিক
C প্যাপিরাস
D ক্যালিওগ্রাফি
Solution
Correct Answer: Option B
- মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিকস বা পৰিত্র লিপি বা অক্ষর।
- মিশরীয়রা নল খাগড়া জাতীয় গাছের খণ্ড থেকে কাগজ বানাতে শিখে।
- তারা সেই থেকে কাগজের উপর লিখতো।
- গ্রিকরা সেই কাগজের নাম দেয় প্যাপিরাস।