কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
A 4°C
B 100°C
C 98°C
D 102°C
Solution
Correct Answer: Option A
সাধারণ তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে ।৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি । পানির তাপমাত্রা ০ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসলে বরফে পরিণত হয় । ১০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে ।