Solution
Correct Answer: Option A
- অপরাহ্ন এর সঠিক রূপ হলো- 'অপরাহ্ণ'
- মধ্যাহ্ন ও সায়াহ্ন বানান গুলো সঠিক।
- সুতরাং সঠিক উত্তর (ক)।
আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল
- মনীষী,
- শুশ্রূষা,
- সমীচীন,
- মুমূর্ষু,
- মূর্ধন্য,
- অতিথি,
- নিরীক্ষণ,
- বাল্মীকি,
- কৃষিজীবী,
- গোধূলি।