কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?

A বিদ্রোহী

B আনন্দময়ীর আগমনে

C কান্ডারী হুশিয়ার

D অগ্রপথিক

Solution

Correct Answer: Option B

- ‘ধূমকেতু’ পত্রিকার পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন।
- এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে ১৬ জানুয়ারি, ১৯২৩ সালে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

∎ সাহিত্য সমালোচক শিশির কর ‘নিষিদ্ধ নজরুল’ নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা:
• ‘যুগবাণী’ (নিষিদ্ধ- ২৩ নভেম্বর, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার: ১৯৪৭),
• ‘বিষের বাঁশি' (নিষিদ্ধ- ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার- ২৭ এপ্রিল, ১৯৪৫),
• ‘ভাঙার গান’ (নিষিদ্ধ- ১১ নভেম্বর, ১৯২৪),
• ‘প্রলয়শিখা’ (নিষিদ্ধ- ১৭ সেপ্টেম্বর, ১৯৩০),
• ‘চন্দ্ৰবিন্দু’ (নিষিদ্ধ- ১৪ অক্টোবর, ১৯৩১)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions