Solution
Correct Answer: Option B
- যে শব্দ Noun বা Pronoun-এর দোষ-গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, তাকে Adjective বলে।
- প্রদত্ত বাক্যে "The old man died penniless"।
- এখানে প্রশ্ন করা হলে "কী অবস্থায় মারা গিয়েছে?", উত্তর হবে "penniless"।
- "Penniless" শব্দটি "old man"-এর অবস্থা নির্দেশ করছে, তাই এটি Adjective।