Who was the first independent king of Bengal?
Solution
Correct Answer: Option D
- শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা।
- তিনি নিজেকে গৌড়েশ্বর পরিচয় দিতেন।
- শশাঙ্ক একজন সুশাসক ছিলেন।
- তার রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ।
- তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে।
- বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং হিন্দু ধর্মের অনুসারী রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করেছেন।